সাব্বির আকাশঃ
জাতীয় সমবায় ও সাংবিধানিক দিবস উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শনিবার সকালে রেলি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এফ এ এম শাহজাহান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সমবায় অফিসার মোহাম্মদ মিজানুর রশিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব, প্রাণী সম্পদ কর্মকর্তা ড. আব্দুস সাত্তার বেগ, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ অলিদ মিয়া, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) চেয়ারম্যান হুমায়ুন কবির, রাবার ড্যাম সমবায় সমিতি’র সভাপতি আবুল মোবারক ও খায়রুল ইসলাম প্রমূখ।