সাব্বির আকাশ হবিগঞ্জ জেলা প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে পানিতে ডুবে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় গোসল করার সময় শাপলা ফুল আনতে গিয়ে ঝিনুক(১২) নামের এ শিশুর মৃত্যু হয়েছে। নিহত ঝিনুক জয়পুর গ্রামের সেলিম মিয়ার মেয়ে। ঝিনুক চৌমুহনী খুর্শিদ হাইস্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায, গতকাল বুধবার ঝিনুক তার মা বাবাকে ছাড়াই জয়পুর গ্রামে তার ফুফুর বাড়িতে বেড়াতে যায়। সোমবার দুপুরে ঝিনুক তার চাচাতো বোন অর্ধা(১২) সহ অপর এক শিশুর সঙ্গে পুকুরে গোসল করতে নামে। এসময় পুকুরে শাপলা ফুল দেখে ফুল আনতে ঝিনুক ও অর্ধা চেষ্টা করলে দুজনই পানিতে ডুবে যায। পরে অপর শিশুটির চিৎকারে বাড়ির লোকজন তাদের পানিতে ডুবন্ত অবস্থায় ঝিনুক ও অর্ধা কে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ঝিনুককে মৃত ঘোষণা করে। অর্ধাকে মূমুর্ষু অবস্থায় ব্রাহ্মণ বাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়।