বিপ্লব সাহা খুলনা ব্যুরো:
মানবজাতিকে ভালোবাসা আর ক্ষমার পথ দেখাতেই মহামানব যীশুর আগমন সেই লক্ষ্যে সারা বিশ্বব্যাপী খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ২৫ ডিসেম্বর বড়দিন । সকল খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা ধর্মীয় আচার, প্রার্থনা ও আনন্দ উৎসবের মধ্যদিয়ে দিনটি উদযাপন করেন। খ্রিষ্ট ধর্মমতে দুই হাজার বছরেরও আগে পৃথিবীর সমগ্র মানবজাতি যখন অশান্তির দাবানলে জ্বলছিল এবং হিংসা প্রতি হিংসা হানাহানির কারণে সকল ধার্মিক ব্যক্তিরা অসম্মানিত হচ্ছিল ঠিক তখন ফিলিস্তিনের বেথলেহেম শহরে জন্ম নেয় যিশু খ্রিষ্ট। মানবজাতিকে ভালোবাসা, ক্ষমা আর শান্তির পথ দেখাতেই তার এই আগমন। একটি সাধারণ গোশালায় মা মেরির কোল আলো করে আগমন ঘটে যিশু খ্রিষ্টের। তাই গোশালায় জন্ম নেয়ার সেই গল্প আজও বড়দিনের মূল প্রতীক হয়ে দাঁড়িয়েছে। রঙিন সাজে সাজানো হয়েছে সারাদেশ সহ খুলনার চার্চগুলো আর তাতেই প্রতিফলিত হচ্ছে সেই ইতিহাস ও ঐতিহ্যের প্রতিচ্ছবি।দিনটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক নেতা গুণীজন ও প্রধান উপদেষ্টা বড়দিন উপলক্ষে খ্রিষ্টান সমপ্রদায়ের প্রতিনিধিদের গণ মাধ্যমে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।
এদিকে খুলনায় বড়দিন উপলক্ষে খ্রিষ্টান সমপ্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ব্যাপটিস্ট চার্জ প্রধান কেক কেটে দেশ তথা সারা বিশ্বের মানব ও প্রাণীকুলের শান্তি মঙ্গল কামনা করেন পাশাপাশি তিনিও বলেন দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি খুব অস্থির অবস্থার মধ্যে চলছে তার মধ্যে আমাদের যীশুর শান্তির বার্তাকে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে একে অপরের সাথে ধর্মবিভেদ ভুলে ভ্রাতিত্ববোধ গড়ে তুলতে হবে।

