মোঃ আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি.
মানিকগঞ্জে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (১৬ সেপ্টেম্বর) শিবালয় উপজেলার তেওতা, উথুলি ও টেপরা বাজারে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অভিযানে ক্রয় রশিদ সংরক্ষণ ও মূল্য তালিকা প্রদর্শন না করে অধিক মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে তেওতা বাজারের সুভাস ষ্টোরকে ২ হাজার টাকা, আল সালেহীন ট্রেডার্সকে ৩ হাজার টাকা এবং উথুলী বাজারের ঝন্টু ষ্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, তেওতা ও টেপরা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ, সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় করতে উপস্থিত ব্যবসায়ীদের নির্দেশনাসহ পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং ব্যবসায়ীদের সচেতন করতে মতবিনিময় সভা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন শিবালয় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও বাজার কমিটির নেতৃবৃন্দসহ ব্যাটালিয়ন আনসার মানিকগঞ্জ।