ঢাকাMonday , 8 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জে তিন জাহিদের জয় !

দেশ চ্যানেল
January 8, 2024 3:07 am
Link Copied!

মোঃ আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ:

মানিকগঞ্জের তিনটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতেই জয় পেয়েছে তিন জাহিদ। তবে নৌকা প্রতীক নিয়েও ভোটের বিশাল ব্যবধানে হেরে গেছে জনপ্রিয় কণ্ঠশিল্পী ও মানিকগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ মমতাজ বেগম।

মানিকগঞ্জ-১ (ঘিওর-শিবালয়-দৌলতপুর) আসনে কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সালাউদ্দিন মাহমুদ জাহিদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করে। তিনি ৮৬ হাজার ৯৪১ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের ছেড়ে দেয়া এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী জহিরুল আলম জহিরুল আলম রুবেল লাঙ্গল প্রতীকে ভোট পেয়েছেন ৩৮,৯৪২টি।

মানিকগঞ্জ-২ (হরিরামপুর-সিংগাইর ও সদরের একাংশ) আসনে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু। নৌকা প্রতীকের মমতাজ বেগবের বিপক্ষে ৮৮ হাজার ৩০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগম পেয়েছেন ৮২ হাজার ১৩৮ ভোট।

অপরদিকে, মানিকগঞ্জ-৩ (সদর-সাটুরিয়া) আসনে নৌকা প্রতীকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ১ লাক্ষ ২৬ হাজার ৭২০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি মফিজুল ইসলাম খান কামাল পেয়েছেন ৫ হাজার ৩৯১ ভোট। এই আসনে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

উল্লেখযে, রবিবার সকাল আটটা থেকে ভোট শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত বড় ধরনের কোন অঘটন ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটারদের উপস্থিতি কিছুটা কম হলেও ভোটের মাঠে আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল স্বাভাবিক ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST