ঢাকাSaturday , 2 September 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী

মানিকগঞ্জে তিন দিনব্যাপী নজরুল সম্মেলন শুরু

দেশ চ্যানেল
September 2, 2023 6:28 am
Link Copied!

মো: আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ প্রতিনিধি.

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী নজরুল সম্মেলন।

শুক্রবার(পহেলা সেপ্টেম্বর)জেলা শিল্পকলা একাডেমিতে মানিকগঞ্জ জাদুঘর আয়োজিত নজরুল সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কবির জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন অতিথিরা।অনুষ্ঠানের শুরুতে নজরুলের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শিত হয় ।

এর আগে বিকেল চারটার দিকে মানিকগঞ্জ পৌরসভাধীন বান্দুটিয়া এলাকায় মানিকগঞ্জ জাদুঘর পরিদর্শন করেন অতিথিরা।এর পর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন।

মানিকগঞ্জ জাদুঘরের সভাপতি মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে ও সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক আবুল ইসলাম শিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিষদের কিউরেটর নজরুল ইসলাম খান এবং মূখ্য আলোচক ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ জাকির হোসেন ।

এছাড়াও অনুষ্ঠানে কবির জীবন ও কর্ম নিয়ে অন্যান্যের মাঝে আলোচনা করেন,সাবেক অতিরিক্ত সচিব ও মানিকগঞ্জ জাদুঘরের সাধারণ সম্পাদক সুসন্ত কুমার সাহা,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)সানোয়ারল হক,অতিরিক্ত পুলিশ সুপার লাবনী আক্তার প্রমুখ।

আলোচনা পর্ব শেষে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গানে নৃত পরিবেশন করেন নৃত্যশিল্পীরা। কবির কবিতা ও গান নিয়ে শিল্পীদের পরিবেশনা উপভোগ করেন উপস্থিত শ্রোতারা । তিন দিনব্যাপী নজরুল সম্মেলন শেষ হবে আগামীকাল রোববার।

প্রতি দিনই কবির জীবন ও কর্ম নিয়ে আলোচনা, নাটক, কবিতা আবৃত্তি এবং সংগীতানুষ্ঠানের আয়োজন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST