আশরাফুল ইসলাম মানিকগঞ্জ
‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে মানিকগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১৫ই মার্চ)সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা ভোক্তা অদিকার সংরক্ষণ অধিদপ্তর এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহড়ের মূল সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তরিকুল ইসলা এর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, মানিকগজঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লবসহ বিভিন্ন ব্যাবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।