মানিকগঞ্জে শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী পালিত

Spread the love

মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ প্রতিনিধি.

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী আজ । ১৯৪৯ সালের আজকের এই দিনে শেখ কামাল তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

তাঁর ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আকতার, পুলিশ সুপার জনাব মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বারসহ জেলা ও উপজেলা আওয়ামীলিগের নেতাকর্মীরা ।

শহীদ বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল ‘৬৯-র গণঅভ্যুত্থান’ও মহান মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা পালন করেন এবং মুক্তিবাহিনীর অন্যতম সংগঠক ছিলেন। তিনি স্বাধীন বাংলাদেশে প্রথম ওয়ার কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে মুক্তিবাহিনীতে কমিশন লাভ করেন ও মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানির এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *