মোঃ নূরুল ইসলাম, দৌলতপুর, মানিকগঞ্জ, প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা মডেল মসজিদ সহ দেশজুড়ে আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন।তিনি আজ ৩০ জুলাই রবিবার সকাল ১০টায় তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ৫ম ধাপে এসব মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন। অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান ও মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন।অনুষ্ঠানে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ওপর একটি ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।এসব মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রসমূহে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাসহ ওজু ও নামাজের আলাদা জায়গা রয়েছে।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব মোঃ জাহিদুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড: আব্দুস সালাম,অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সানোয়ারুল হক,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল ইসলাম রাজা, নির্বাহী প্রকৌশলী শারমিন আক্তার,দৌলতপুর থানা অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্যা,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুস,উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ হুমায়ুন কবির শাওন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।