মানিকগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে সভাপতি ছানু;সম্পাদক বিপ্লব

Spread the love

মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ প্রতিনিধি.

মানিকগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক(২০২৩-২৫) নির্বাচনে গোলাম ছারোয়ার ছানু ( জেলা প্রতিনিধি, দৈনিক জনকণ্ঠ) সভাপতি এবং অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব (জেলা প্রতিনিধি,দৈনিক সমকাল) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (৫ আগস্ট) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিরতিহীন ভাবে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে বিকাল ৬টায় নির্বাচন কমিশনের মুখপাত্র দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মতিউর রহমান আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে ২৯ ভোট পেয়ে গোলাম ছারোয়ার ছানু বিজয়ী হয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম বিশ্বাস (ডেইলিস্টার ) পেয়েছেন ২৪ ভোট।

সাধারণ সম্পাদক পদে ৩১ ভোট পেয়ে অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব নির্বাচিত হয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আকরাম হোসেন (জেলা প্রতিনিধি, বাংলাভিশন ) পেয়েছেন ২০ ভোট।

সহ-সভাপতি পদে কাবুল উদ্দিন খান (বাংলাদেশ প্রতিদিন) পেয়েছেন ৩৮ ভোট ও শাহজাহান বিশ্বাস (জেলা প্রতিনিধি নিউ এইজ পত্রিকা) ৩৬ ভোট পেয়ে এই দু’জন নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বী আহমেদ সাব্বির হোসেন (স্টাফ রিপোটার এনটিভি) পেয়েছেন ১৯ ভোট। মাহবুব আলম জুয়েল (সম্পাদক,সময় সংবাদ) পেয়েছেন ১৩ ভোট।
এছাড়া সহ-সম্পাদক পদে ৩৭ ভোটে নির্বাচিত হয়েছে রিপন আনসারী (জেলা প্রতিনিধি,জি টিভি),তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল আলম লিটন (জেলা প্রতিনিধি, ডিবিসি টেলিভিশন) পেয়েছেন ১৬ ভোট।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আকমল হোসেন (সম্পাদক: সাপ্তাহিক অগ্নিবিন্দু ), নিকটতম প্রতিদ্বন্দ্বী খন্দকার সুজন হোসেন (সম্পাদক: সাপ্তাহিক তারুণ্যের কথা ) পেয়েছেন ২৩ ভোট ।

দপ্তর সম্পাদক পদে ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আজিজুল হাকিম(মাই টিভি)তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউসুফ আলী (চ্যানেল টুয়েন্টিফোর ) পেয়েছেন ২০ ভোট।

এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মঞ্জুর রহমান (জেলা প্রতিনিধি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন), কোষাধ্যক্ষ পদে শাহিন তারেক (জেলা প্রতিনিধি দৈনিক ইনকিলাব), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে জাহিদুল হক চন্দন (জেলা প্রতিনিধি দীপ্ত টেলিভিশন) নির্বাচিত হয়েছেন।

এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন একুশে টেলিভিশন ও কালেরকণ্ঠের মানিকগঞ্জ প্রতিনিধি সাব্বিরুল ইসলাম সাবু, নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মতিউর রহমান এবং প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মোমিন।

এর আগে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা পরিষদ মিলনায়তনে দ্বি-বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *