মোঃ মাসুম উদ্দিন খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মানিকছড়িতে সকল মাদ্রাসার শিক্ষক ঐক্যবদ্ধ হয়ে সুন্দর ভাবে মাদ্রাসা পরিচালনার লক্ষ্যে শিক্ষক সমিতি কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয় ।
আজ ১৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০ ঘটিকার সময় দক্ষিণ চেংগুছড়া নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মিলনায়তন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দিন এর সভাপতিত্বে মোঃ ফারুক হোসেন এর সঞ্চালানায় মানিকছড়ি উপজেলার দাখিল ও ইবতেদায়ী মাদ্রাসার ২১ জন প্রধান শিক্ষক কে নিয়ে উক্ত কমিটি গঠন মতবিনিময় আলোচনা সভা কার্যক্রম শুরু হয়।
আগত সকল প্রতিষ্ঠান প্রধানগণ গঠনমুলক আলোচনা করার পর মানিকছড়ি উপজেলার সকল মাদ্রাসার উন্নয়ন কল্পে ও সুষ্ঠ ভাবে মাদ্রাসা পরিচালনার স্বার্থে মানিকছড়ি উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির আংশিক কমিটি গঠন করা হয়।
দক্ষিণ চেংগুছড়া নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মুহাম্মদ বেলাল উদ্দিন কে (সভাপতি), ছিদ্দিকীয়া কাদেরীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ ফারুক হোসেন কে (সদস্য সচিব) এবং কালাপানি নতুন বাজার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সুপার মাওলানা মোঃ নুরুল ইসলাম কে (সাংগঠনিক সম্পাদক) হিসাবে নির্বাচিত করা হয়।
পরবর্তীতে আংশিক কমিটির সমন্বয়ে পূর্ণাঙ্গ ২১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করার প্রস্তাব রেখে উক্ত সভার সভাপতি সকলের সু স্বাস্থ কামনা করে আলোচনা সভা সমাপ্তি ঘোষণা করেন।