মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ জেলার সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সামিউল্লাহ মিলনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৫(বন্দর-সদর)আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান।বুধবার(৩১ শে জানুয়ারি)এক বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি।শোক বার্তায়-এমপি একেএম সেলিম ওসমান মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।প্রসঙ্গতঃ৩১শে জানুয়ারি(বুধবার)ওমরাহ হজ্জ পালনকালে নারায়ণগঞ্জ জেলার সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সামিউল্লাহ মিলন ইন্তেকাল করিয়াছেন(ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল-৭০ বছর।মদিনা থেকে মক্কায় আসার পর ঘুমন্ত অবস্থায় তিনি মৃত্যু বরন করেন বলে জানাযায়।তিনি মৃত্যুকালে-১ ছেলে এবং-১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।স্থানীয় সময় বাদ আসর তার জানাযা এবং মক্কায় তার দাফন করা হবে বলে জানা যায়।