ঢাকাWednesday , 16 August 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • মেহেন্দিগঞ্জের চরএককরিয়া ইউনিয়নে অবৈধ বালু উত্তোলনের সময় ড্রেজার আটক।

    দেশ চ্যানেল
    August 16, 2023 2:27 pm
    Link Copied!

    মোঃ মশিউর রহমান সুমন।
    মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ

    মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নে বালু উত্তোলনের সময় ড্রেজার আটক করা হয়েছে।

    মেহেন্দিগঞ্জের চরএককরিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড শান্তির হাট বাজার সংলগ্ন নদী থেকে বুধবার (১৬আগষ্ট) বিকাল ৪টায় ড্রেজারটি আটক করা হয় বলে জানিয়েছেন নৌ- পুলিশের ইন্সপেক্টর। উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্দেশে এই অভিযান পরিচালনা করেন।

    স্থানীয় সুত্রে জানা যায়, বর্তমানে ভিটি বালু, পুকুর, ডোবা ভরাটের ব্যাপক চাহিদা রয়েছে। আর সেই সুযোগ প্রতিদিন একটি চক্র সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত বালু উত্তোলন করে। আর এই বালু মেহেন্দিগঞ্জের বিভিন্ন স্থানে বিক্রি করা হয়।

    মেহেন্দিগঞ্জ একটি নদীবেষ্টিত এলাকা। এভাবেই প্রতিনিয়ত মেহেন্দিগঞ্জের আশপাশের বিভিন্ন নদী থেকে বালু উত্তোলন করা হয়। এই বালু উত্তোলনের ফলে ইতিমধ্যেই মেহেন্দিগঞ্জের বিভিন্ন স্থানে নদী ভাঙ্গনের সৃষ্টি হয়েছে এবং ঘরবাড়ি, ফসলি জমি, স্কুল কলেজ, মসজিদ, মাদ্রাসা নদীগর্ভে হয়ে যাচ্ছে।

    এদিকে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুন্নবী মুঠোফোনে অবৈধ ড্রেজার আটকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা অবৈধ ড্রেজারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।এবং এ অভিযান অব্যাহত থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by: BD IT HOST