মেহেন্দিগঞ্জের নদ- নদীর পানি বিপৎসীমার উপরে, তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চল।

Spread the love

মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার নদ- নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জোয়ারের পানিতে নদী তীরবর্তী চরাঞ্চল পানিতে তলিয়ে গিয়েছে। লোকালয়ে ঢুকে পড়েছে জোয়ারের পানি।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, গত তিনদিন যাবত দক্ষিণাঞ্চলের সব নদ – নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী তিনদিন তা অব্যাহত থাকবে। মেঘনার পানি বিপৎসীমার অতিক্রম করায় বরিশালের মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলার বেশিরভাগ নিচু এলাকা গত কয়েকদিন যাবত পানির নিচে তলিয়ে আছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন আহম্মেদ জানান, মেহেন্দিগঞ্জের মেঘনা তীরবর্তী সব চর গত কয়েকদিন পানির নিচে তলিয়ে আছে। এতে দূর্ভোগে আছেন চরের বাসিন্দারা। গবাদিপশু খাদ্য সংকটে পড়েছে।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ- সহকারী প্রকৌশলী বলেন, বর্ষা মৌসুমে বিভাগের মোট ২৩ টি নদীর পানি প্রবাহ পর্যবেক্ষন করা হয়। তবে বর্তমানে গুরুত্বপূর্ণ ১০টি নদীর পানি পর্যবেক্ষন করা হচ্ছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় সাতটি নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে বিভাগের অনেক নিম্নাঞ্চল তলিয়ে গেছে। প্রচন্ড বাতাস ও জোয়ারের পানি বেড়ে যাওয়ায় নদী উত্তাল রয়েছে। এর মধ্যেও নৌকা ও ট্রলারে করে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *