মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের নয়াখালী গ্রামের মধ্যে দিয়ে বয়ে গেছে প্রায় ৪ কিলোমিটার মাটির তৈরি সড়ক।স্বাধীনতার পরেও এই সড়কে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। মাটির তৈরি এ সড়কে বছরে প্রায় ১২ মাসই যানবাহন চলাচল বন্ধ থাকে। এখন কাঁদামাটির সড়ক বর্ষা মৌসুমে যাতায়াতে অনুপযোগী হয়ে পড়ে এবং শুকনো মৌসুমে সড়কে সৃষ্ট গর্ত ও খানাখন্দের বেহাল দশায় চরম দূর্ভোগে নয়াখালীসহ আশপাশের গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে এই সড়ক দিয়ে চলাচল করতে হলে সড়কের উপরে বিভিন্ন স্থানে ভাঙ্গনের কারনে ও মাটির তৈরি সড়কটি সমতল ভূমির সাথে মিশে পানিতে ডুবে যায়।তাই এখন স্থানীয় মানুষ চলাচল করতে এই সড়কের উপরে বাঁশ ও গাছ দিয়ে সাঁকো নির্মান করেছে। বিশেষ করে এখন সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে প্রায় চারটির মত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়কটি পাঁকা হলে একদিকে যেমন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় মানুষের যাতায়াতের ভোগান্তি কমবে, অন্যদিকে মুমূর্ষু রোগী বহনে আর বেগ পেতে হবেনা।এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে কতৃপক্ষের কাছে সড়কটি নির্মান করে পাকাকরনের দাবি জানান।
স্থানীয়রা আক্ষেপ করে বলেন, স্থানীয় জনপ্রতিনিধিরা নির্বাচন আসলে সড়কে যানবাহন চলাচল ও যাতায়াতের ভোগান্তি লাঘবের প্রতিশ্রুতিই দিয়ে যাচ্ছেন।কিন্তু স্বাধীনতার ৫৩ বছর অতিক্রম হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এই নয়াখালীতে। যেখানে সামান্য বৃষ্টি হলেই সড়কে মানুষের চলাচলের অনুপযোগী হয়ে যায়। এখন প্রতিনিয়তই বর্ষায় মানুষের দূর্ভোগ দৃশ্যমান। আমরা অতি দ্রুত রাস্তাটি সংস্কারের জোড় দাবি জানাই।