মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জ,বরিশাল, প্রতিনিধি।
নানা কর্মসূচীর মধ্য দিয়ে বরিশালের মেহেন্দিগঞ্জে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। আজ (২৩জুন) রবিবার সকাল ১০ টায় উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভসূচনা করা হয়।
শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে কেককাটা শেষে আলোচনা সভা, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়াও র্যালী অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খাঁনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাব আহম্মেদ, আওয়ামীলীগের আন্তজাতিক উপকমিটির সদস্য সৈয়দ মনির, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব আঃ মকিম তালুকদার, ইদ্রিস আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আঃ জব্বার কানন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব খোরশেদ আলম ভুলু, বীর মুক্তিযোদ্ধা আঃ বাতেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কবির শিউলীসহ মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।