মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধিঃ
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় একই রাতে দুটি সরকারি অফিসে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। রোববার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। তবে অফিসের সিসি ক্যামেরা আর নাইটগার্ড না থাকায় নানা প্রশ্ন উঠেছে। জানা যায়, রবিবার উপজেলা শিক্ষা অফিসার আর উপজেলা রিসোর্স সেন্টার কর্মকর্তা নিজ নিজ অফিসে কাজ শেষে অফিস বন্ধ করে কর্মকর্তারা বাসায় চলে যান।পরের দিন সকাল ৯টায় শিক্ষা অফিস সহায়ক মিঠুন চন্দ্র মাঝি অফিসের তালা খোলার জন্য দরজার কাছে গিয়ে দেখতে পান তালা ভাঙ্গা। ভেতরে ডুকে আলমারিসহ টেবিলের ড্রয়ারের তালাও ভাঙ্গা দেখতে পান। তবে ডেক্সটপ কম্পিউটার ও অক্ষত অবস্থায় আছে । তাৎক্ষনিক তিনি বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খগো পতিরায় এবং সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামানকে মুঠোফোনে অবহিত করেন। খগোপতি রায় জানান, তিনি চুরির বিষয়টি জানার সঙ্গে সঙ্গে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলাম এবং মেহেন্দিগঞ্জ থানাকে অবহিত করেন। এ ব্যাপারে মেহেন্দিগঞ্জ থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান তিনি।তিনি আরো জানান, চোর চক্র ৫ টি আলমারি ও ২ টি টেবিলের ড্রয়ার ভেঙেছে। অফিসে ১ হাজার ২১৩ জন শিক্ষকের সার্ভিস বুকসহ গুরুত্বপূর্ণ অনেক কাগজপত্র আলমারি ও ড্রয়ারে সংরক্ষিত ছিলো এরমধ্যে কোনকিছু খোয়া গেছে কিনা সেটি খতিয়ে দেখার কাজ চলতেছে বলেও জানান তিনি।