মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয়পার্টির প্রতিষ্ঠিতা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেন্দিগঞ্জ উপজেলার টি,টি,ডি,সি,সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মেহেন্দিগঞ্জ উপজেলা জাতীয়পার্টির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নেতাকর্মীরা এরশাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাতে অংশ নেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জের কৃতিসন্তান, ঢাকা মহানগর উত্তর জাতীয়পার্টির আহবায়ক কমিটির সদস্য, বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্য আলহাজ্ব মোঃ নিজানুর রহমান।
উক্ত দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলা জাতীয়পার্টির আহবায়ক মোঃ আবু মুসা।