মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধিঃ
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। মেহেন্দিগঞ্জের উলানিয়া ইউনিয়নের নয়াখালী থেকে তাদের আটক করা হয়েছে। পরবর্তীতে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
গতকাল (২১জানুয়ারি) রোববার মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) ইয়াছিনুল হকের নির্দেশে এসআই সাইফুল ইসলাম নেতৃত্বে থানা পুলিশের বিশেষ টিম মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় উলানিয়া নয়াখালী বাজারে চুরি হওয়া ২১ লিটার পেট্রোলসহ আসামীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, মোঃ হাসনাইন ওরফে হাসান (২৫) পিতা, মৃত আলতাফ মাষ্টার, মোঃ মান্নান রাড়ি (৪০) পিতা মফিজ উদ্দিন রাড়ি উভয়ের গ্রাম নয়াখালী, মোঃ হারুন অর রশিদ তোতা (৪৬) পিতা মোজাম্মেল হক হাওলাদার, গ্রাম বালিয়া, মেহেন্দিগঞ্জ, বরিশাল।