মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধিঃ
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১২ নং দড়িচর খাজুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের পূনাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ( ৩০জানুয়ারি) মঙ্গলবার বিকাল ৫টায় মেহেন্দিগঞ্জ উপজেলা স্বেচ্চাসেবকলীগের আহবায়ক আব্দুল মোতালেব জাহাঙ্গীর ও যুগ্ম আহবায়ক ফিরোজ গোলদার এর সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মোঃ আজিজুল হককে সভাপতি, মোঃ জুলহাস দেওয়ান সাধারণ সম্পাদক ও মোঃ মোশারফ বেপারিকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট পূনাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
উক্ত কমিটির বিষয়ে জানতে চাইলে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুল মোতালেব জাহাঙ্গীর বলেন, আশাকরি নবনির্বাচিত কমিটির সকল সদস্যবৃন্দ নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করবে এবং স্বেচ্ছাসেবক লীগের রাজনৈতিক গতিধারা আরো শক্তিশালী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে দৃঢ়ভাবে কাজ করে যাবে।