ঢাকাThursday , 1 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মেহেন্দিগঞ্জে মাঘের বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।

দেশ চ্যানেল
February 1, 2024 1:04 pm
Link Copied!

মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধিঃ

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় সকাল থেকে ঘন কুয়াশা এবং বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। জীবিকার তাগিদে মাঘ মাসের প্রচন্ড ঠান্ডার মধ্যে বৃষ্টিতে কর্মজীবি মানুষদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়।

আজ(১ জানুয়ারি) বৃহস্পতিবার ভোরের সূর্য উঠার আগেই আকাশ মেঘে ছেয়ে যায়। এরপর শুরু হয় বৃষ্টি। কখনও মুষলধারে আবার কখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে থাকে। এতে হতদরিদ্র মানুষগুলো পড়েন বিপাকে। বৃষ্টি উপেক্ষা করেই চলাচল করেন তারা।

রিকশা চালক জামাল বেপারী বলেন, প্রতি বছর সরকার থেকে কম্বল দেওয়া হয়। কিন্তু কম্বল গায়ে জড়িয়ে কাজ করা যায়না। এর জন্য কম্বলের পাশাপাশি, শীতের পোশাক দেওয়া প্রয়োজন। পোশাক পরে কাজ করতে সমস্যা হয়না।

এদিকে বৃষ্টির মধ্যেও স্কুল -কলেজগামী শিক্ষার্থীসহ সাধারন মানুষের কর্মব্যস্ততা থেকে নেই। অনেকেই সকালে ছাতা না নিয়েই বের হয়েছেন। বৃষ্টির কারনে যানবাহন চলাচল কমে যাওয়ায় তারা পড়েন উভয় সংকটে।

বিকাল পর্যন্ত মেঘলা আকাশ বিরাজ করছিলো মেহেন্দিগঞ্জসহ বরিশালের আশপাশ এলাকায়। তার সঙ্গে বইছে হিমেল বাতাস ।

বরিশাল আবহাওয়া অফিসের কর্মকর্তা বশির আহম্মেদ জানিয়েছেন, বরিশালে আজ সকাল থেকে সন্ধা পর্যন্ত ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST