ঢাকাSaturday , 2 November 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মেহেন্দিগঞ্জে সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। 

দেশ চ্যানেল
November 2, 2024 5:38 pm
Link Copied!

মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জ,বরিশাল, প্রতিনিধি।

বরিশালের মেহেন্দিগঞ্জে নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনের লক্ষ্যে সিরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে সমাজে সুস্থ সংস্কৃতি ছড়িয়ে দিতে আদর্শ সমাজ কল্যাণ পরিষদ ও ইক্বরা ফাউন্ডেশন এর উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

গতকাল ১লা নভেম্বর শুক্রবার উপজেলার ঐতিহ্যবাহী উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বেলা ৩টায় বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব মুজাম্মেল হক ও আবুবকর সিদ্দিক এর সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

উলানিয়া আদর্শ সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী কামাল হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট আইনজীবী, ইক্বরা ফাউন্ডেশন এর চেয়ারম্যান ব্যারিষ্টার ইমরান হোসাইন, বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ, মিডিয়া ব্যাক্তিত্ব ড.সাইফুল ইসলাম রফিক, জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য আলহাজ্ব সাইফুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা সহিদুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ছাত্রনেতা কামরুল হাসান, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মহিউদ্দিন আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন রাসুল (সা:) এর আদর্শ বাস্তবায়নের মাধ্যেমে সমাজের সকল স্তরে ইসলামী সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করার জন্য সমাজের প্রত্যেক শ্রেণী পেশার মানুষদেরকে এগিয়ে আসার আহবান জানান।

ড.সাইফুল ইসলাম রফিক বলেন, আমাদের সকল কার্যকলাপ ও সংস্কৃতিই হচ্ছে ইসলামি সংস্কৃতি। যা আদি পিতা আদম ( আঃ) থেকে সর্বশেষ নবী ও রাসুল হযরত মুহাম্মদ (সাঃ) পর্যন্ত ধারাবাহিকভাবে চলে আসছে। আর আমাদের বিপরীতে যা কিছু আছে তা হলো অপসংস্কৃতি। জুলাই ২৪ বিপ্লবের মাধ্যমে এ দেশ থেকে সকল অপসংস্কৃতি দুর হতে চলছে। সুতরাং আমাদেরকে এই বিপ্লব কাজে লাগাতে হবে।

সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্ট ইসলামী সংগীত শিল্পী আব্দুল্লাহ আল নোমান সহ সাইমুম শিল্পি গোষ্ঠী, চন্দ্রদ্বিপ শিল্পীগোষ্ঠী সহ স্থানীয় শিল্পীরা ইসলামী সংগীত, দেশাত্মবোধক গান ও অভিনয় পরিবেশন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST