মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের মেহেন্দিগঞ্জ পৌর এলাকার একটি গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের অভাবে বেহাল দশায় পরিনত হয়েছে। ওই সড়কে ঝুঁকি নিয়েই যানবাহন চলাচল করছে। ভাঙ্গাচোরা সড়কের কারনে জনগণের ভোগান্তি পোহাতে হচ্ছে। ভুক্তভোগীরা অবিলম্বে সড়কটি সংস্কার করতে সংশ্লিষ্ট কতৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন।
খোঁজ নিয়ে জানা যায়, বরিশাল মেহেন্দিগঞ্জ পৌরসভার বদরপুর ওয়ার্ডের রাজলক্ষ্মী সিমেনা হল থেকে শুরু করে পাতারহাট সরকারি রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের সামনের ব্রিজ পযন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তার বেহাল দশা। রাস্তাটি দীর্ঘদিন সংস্থার না হওয়ায় চলাচলের অনুপযোগী ও জনদূর্ভোগ এখন চরম আকার ধারণ করেছে।সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে কাদা- পানিতে একাকার হয়ে ওঠে। এতে করে স্কুল – কলেজ ও সাধারণ পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন।
স্থানীয় ইজিবাইক চালক ফরহাদ হোসেন বলেন, পাতারহাট রাজলক্ষ্মী সিনেমা হল থেকে শুরু করে আর,সি কলেজ পযন্ত রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। তিনি সড়কটি দ্রুত সংস্থারের দাবি জানিয়েছেন।