মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দীগঞ্জ, বরিশাল, প্রতিনিধি।
মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
আজ ( ২৬ শে মার্চ) মঙ্গলবার সকাল ৭ টায় মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন মাধ্যমে দিবসের কর্মসূচী শুরু হয়।
সকাল ৭ টা ৩০ মিনিটে মুক্তিযোদ্বা স্মৃতি স্তম্ভে ও জাতীরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী ও পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন। এসময় আরো শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্বা সংসদ, মেহেন্দীগঞ্জ প্রেসক্লাব, মেহেন্দীগঞ্জ পৌরসভা, বিভিন্ন রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন স্কুল -কলেজের শিক্ষক – শিক্ষার্থী এবং সাংস্কৃতিক সংগঠন এসময় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।