আবুজর গিফারী,
বেড়া উপজেলা প্রতিনিধি:
বেড়া উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের যমুনা নদী তীরবর্তী চরনাগদা গ্রাম।
গ্রামটিতে গত বছরের মতো এ বছরও দেখা দিয়েছে নদী ভাঙ্গনের ভয়াবহ থাবা। জমিজমা ঘরবাড়ি সবকিছু হারিয়ে প্রায় নিঃস্ব হয়েছেন গ্রামের অনেক মানুষ। গত বছরও গ্রামটিতে দেখা দিয়েছিল নদী ভাঙ্গন। এরপর অনেকেই ঘরবাড়ি সরিয়ে নিলেও এখনো যারা গ্রামটিতে যারা বসবাস করছেন তাদের প্রতিটি রাত কাটছে আতঙ্ক ও উৎকণ্ঠায়। ইতিমধ্যেই গ্রামের বাসিন্দারা সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য মানববন্ধন করেছে। পাবনা পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী সুধাংশু কুমার সরকার এর সাথে যোগাযোগ করা হলে তিনি আশ্বাস দেন দ্রুত ব্যবস্থা নেয়ার। গ্রামটিকে জিও ব্যাগ বা ব্লক দিয়ে রক্ষা করার দাবি বসবাসকারী গ্রামবাসীর।