ঢাকাThursday , 2 October 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ফিলিং স্টেশনে প্রতারণার অভিযোগ, বাগআঁচড়ায় বিক্ষোভ-মানববন্ধন।

দেশ চ্যানেল
October 2, 2025 1:22 pm
Link Copied!

 যশোর জেলা প্রতিনিধি

যশোরের শার্শার বাগআঁচড়া সাতমাইল এলাকার মেসার্স কিবরিয়া ফিলিং স্টেশন-এ পরিমাণে কম তেল ও ভেজাল জ্বালানি সরবরাহের অভিযোগে মানববন্ধন করেছে মালিক-শ্রমিক ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১১টায় ফিলিং স্টেশনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা দ্রুত ফিলিং স্টেশনটি বন্ধের দাবি জানান।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই গ্রাহকদের কম তেল দিয়ে প্রতারণা চালিয়ে আসছে কিবরিয়া ফিলিং স্টেশন। গত রোববার এক গ্রাহক ৫ লিটার ডিজেল কিনতে গেলে প্রায় ৭৫০ গ্রাম কম দেওয়া হয়। বিষয়টি ম্যানেজার আশরাফকে জানালে তিনি ‘যান্ত্রিক ত্রুটি’র অজুহাত দেখান। পরে শ্রমিকরা বিষয়টি জানাতে চাইলে ম্যানেজার ও কর্মচারীরা পাম্প তালাবদ্ধ করে সটকে পড়েন।

মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, প্রতারণার ঘটনা প্রকাশ্যে আসার পর উল্টো শ্রমিকদের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করেছে পাম্প কর্তৃপক্ষ। তারা প্রশাসনের কাছে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন—বাগআঁচড়া, নাভারণ ও বেনাপোল পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ স্থানীয় মালিক-শ্রমিক এবং প্রায় দুই শতাধিক জনসাধারণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST