ঢাকাMonday , 16 September 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • যশোরে বছরের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড, দুর্ভোগ চরমে।

    দেশ চ্যানেল
    September 16, 2024 3:57 pm
    Link Copied!

    ইব্রাহিম খলিল শার্শা উপজেলা প্রতিনিধি

    বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে টানা দুই দিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে যশোরে। ভাদ্রের শেষে এমন বৈরী আবহাওয়ায় নাকাল হয়ে পড়ছে যশোরবাসী। গেল ২৪ ঘন্টায় জেলায় বছরের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। এমন আবহাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে মানুষ। বিশেষ করে কষ্টে রয়েছে খেটে খাওয়া মানুষেরা। জীবিকার তাগিদে বৃষ্টি মাথায় নিয়েয় ঘর থেকে বেরিয়েছেন অনেকে। এদিকে দুই দিনের টানা বৃষ্টিতে জেলার অনেক স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সবশেষ আজ সোমবার বিকেল সাড়ে ৫টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত জেলায় বৃষ্টিপাত বন্ধ রয়েছে।

     

    গত শুক্রবার রাত থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শনিবার থেকে রূপ নেয় ভারী বৃষ্টিপাতে।

    এদিকে ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার কারণে ভোগান্তিতে পড়েছে জেলার নিম্ন ও মধ্য আয়ের মানুষ। ঘর থেকে খুব একটা বের হয়নি স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা। বিপাকে পড়েছেন ছোট বড় গো-খামারি, ডুবেছে ফসলের মাঠ। বিঘ্নিত হচ্ছে বিদ্যুৎ সরবরাহ।

    শার্শা উপজেলা মাটিপুকুর গ্রামের কৃষক মোঃ তোফায়েল আহমেদ জানান, প্রবল বর্ষনের ফলে তাদের এলাকার ফসলের মাঠ পানিতে তলিয়েছে।

    গত ২৪ ঘণ্টায় জেলায় ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি এই বছরের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। এরআগে চলতি বছরের ১২ জুলাই ১১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। আজ সোমবার বিকাল থেকে নিম্নচাপ টি দুর্বল হয়ে আবহাওয়া কিছুটা উন্নতি হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST