মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিদ্ধিরগঞ্জ সিটি কর্পোরেশনের লেকের পানিতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।এতে বাসের ড্রাইভার ও হেলপার গুরুতর আহত হয়েছেন।শনিবার রাত১০:৪০ মিনিটের দিকে আদমজী ফায়ার সার্ভিস অফিসের সামনে সিদ্ধিরগঞ্জ লেকে এই দুর্ঘটনার ঘটনাটি ঘটে।আহত অবস্থায় বাসের ড্রাইভার-হেল্পারকে উদ্ধার করা হয়েছে।আহতরা হলেন জাহাঙ্গীর(৪৯) ও আমানউল্লাহ(৪০)।এ বিষয়ে আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল হাই বলেন-নিট কনসার্ন গার্মেন্টের একটি বাস শ্রমিকদের নামিয়ে চিটাগাংরোড থেকে আদমজীর দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে লেকের মধ্যে পড়ে যায়।খবর পাওয়া মাত্রই আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কিছুক্ষণের মধ্যে ড্রাইভার ও হেল্পারকে উদ্ধার করে আলিফ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।তিনি আরো বলেন-বাসটি এখনো উদ্ধার করা সম্ভব হয় নি।বাসটি উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানায়।