ঢাকাThursday , 18 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

    দেশ চ্যানেল
    January 18, 2024 9:48 am
    Link Copied!

    যোগেশ ত্রিপুরা( রামগড় প্রতিনিধি) :-

    খাগড়াছড়ি পার্বত্য জেলাধীন রামগড় উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তর অফিসের কর্মকর্তা মোহাম্মদ হুমায়ূন কবির ও যুব উন্নয়নের সহকারী কর্মকর্তা মোহাম্মদ শামীম সরকার সহ মো:দেলোয়ার হোসেনের বিরুদ্ধে প্রশিক্ষণের নামে – প্রশিক্ষণার্থীদের ট্রেনিং ভাতা দেওয়া এবং না দেওয়া,প্রশিক্ষণ না দিয়ে টাকার বিনিময়ে প্রশিক্ষণ সনদ প্রদান এধরনের দুর্নীতির এবং ভূয়া প্রশিক্ষণের নামে টাকা আত্মসাৎতের অভিযোগ পাওয়া যায়।
    ভুক্তভোগী প্রশিক্ষণার্থীদের যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের মহাপরিচালকের বরাবর লিখিত অভিযোগ পত্র থেকে জানা যায় -চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
    ৯ অক্টোবর হতে ১৫ অক্টোবর পর্যন্ত মোট ৭দিনের গবাদিপশু পালন বিষয়ে প্রশিক্ষণ না করিয়ে প্রশিক্ষণার্থীদের জন্য বরাদ্দকৃত ভাতার পুরো টাকা উত্তোলন করে নেয় সংশ্লিষ্ট কর্মকর্তারা।উল্লেখ্য তারিখ হতে জানা যায় যে ওই স্থানে কোন ধরনের প্রশিক্ষণ /কর্মশালা অনুষ্ঠিত হয়নি।
    আরো জানা যায় যে ০১ নভেম্বর ২০২৩ সালের উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর অফিস প্রাঙ্গণে জাতীয় যুব দিবস পালিত ও আলোচনা সভায় বক্তব্য জনসচেতনতামূলক বিষয়ে প্রশিক্ষণের কথা বলে ৩০জন
    প্রশিক্ষণার্থীর কাছ থেকে ছবি ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি জমা নেয় সংশ্লিষ্ট কর্মকর্তারা। জমা নেওয়ার পর কোন ধরনের প্রশিক্ষণ না করিয়ে, প্রশিক্ষণের নামে যে বরাদ্দকৃত অর্থ হাতিয়ে নেয় সংশ্লিষ্ট কর্মকর্তারা।
    আরে উল্লেখ করেন যে – রামগড় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির ও দুই সহকারী কর্মকর্তা মোহাম্মদ শামীম সরকার এবং মোহাম্মদ দেলোয়ার হোসেন ১৮ অক্টোবর ২০২৩ইং সমন্বিত খামার স্থাপন, সম্প্রসারণ, বায়োগ্যাস স্থাপনের প্রযুক্তি বিষয়ে পাঁচ দিনের প্রশিক্ষণ তিন দিনে শেষ করে।
    পরে প্রশিক্ষণার্থীদেরকে বরাদ্দকৃত ভাতা প্রতিজনের মাথাপিছু ছিলো ৭৫০/-টাকা করে।কিন্তু সেই বরাদ্দে ভাতা না দিয়ে কাউকে ৩০০/-টাকা, কাউকে ৪০০/-টাকা, আবার কাউকে ৫০০/- টাকা করে দেয়।
    আরো জানা যায় ১৬ নভেম্বর ২০২৩ইং উপজেলার শ্মশান টিলা এলাকায় গরু মোটাতাজাকরণ বিষয়ে প্রশিক্ষণ সাতদিনে হাওয়ায় কথা ছিলো কিন্তু যেমন তেমন ভাবে তিনদিনে শেষ করে দেয়। সেই প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের বরাদ্দকৃত ভাতা ছিলো ৬০০/-টাকা। সেইখানেও প্রতিজনকে ৩০০/-টাকা করে ধরিয়ে দিয়ে বাকি টাকা গুলো আত্মসাৎ করে।এইসব কার্যক্রমের অনিয়ম দূর্নীতির কারণে ১নভেম্বর ২০২৩ ইং জাতীয় যুব দিবসের শোভাযাত্রায় যুব -যুব মহিলারা অংশ গ্রহণে কম ছিলো।তাই এদিকে একাধিক প্রশিক্ষণার্থীদের সাথে কথা বলেই এমন প্রতিবেদনের ঘটনা ঘটেছে বলে সত্যতা নিশ্চিত করা হয়।তাই তারা নাম প্রকাশের অনিচ্ছুক বেশ কয়েকজন প্রশিক্ষণার্থী এবং যুব উন্নয়ন অধিদপ্তর অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনিয়মের অভিযোগ পাওয়া বিষয়টি নিশ্চিত করার হয়।
    রামগড় উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি মো: তারেক সুমন প্রতিনিধিদের বলেন- বঙ্গবন্ধু স্বপ্ন পূরণে তাগিদে, বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি,মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের বেকারত্ব যুবক ও যুব মহিলাদের প্রশিক্ষণ ও ঋন প্রদানের মাধ্যমে দেশের বেকারত্ব হ্রাস ও বেকার যুবক-যুবক মহিলাদের যুবশক্তিতে রুপান্তরিত করার জন্য সরকার বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে।তাই সরকারের এই উন্নয়নের ধারার কার্যক্রম গুলোকে বিনষ্ট করার জন্য চেষ্টা করছে কিছু অসাধু ব্যক্তি।
    তিনি আরো বলেন -রামগড় উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তর অফিসের কর্মকতাদের অনিয়ম ও দূর্নীতি বিষয়টি শুনেছেন। তিনি লোকজনের সাথে কথা বলে সত্যতা নিশ্চিত করেন। তাই এই বিষয়ে অনিয়ম, দূর্নীতি ও দোষীদের ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য বিভাগীয় প্রধানদের কাছে অনুরোধ জানানো তিনি।
    যুব উন্নয়ন অধিদপ্তর অফিসের সহকারী কর্মকর্তা মোহাম্মদ শামীম সরকার ও মোহাম্মদ দেলোয়ার হোসেন এ বিষয়ে প্রতিনিধিকে কোন সদুত্তর দিতে পারেনি।
    রামগড় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর অফিস কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির বলেন – তিনি এখানে নতুন এসেছে। তাই এই বিষয়ে বুঝে উঠতে পারেনি। তিনি
    কিছু অনিয়মের অভিযোগ পাওয়ার কথা গুলো স্বীকার করেন এবং ভবিষ্যতে এ বিষয়ে তিনি সর্তক থাকবেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST