ঢাকাSaturday , 20 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

রংপুরকে হারিয়ে শুভসূচনা বরিশালের।

দেশ চ্যানেল
January 20, 2024 1:46 pm
Link Copied!

মোঃ মশিউর রহমান সুমন।

জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি -টোয়েন্টি ক্রিকেটের দশম আসর শুরু করলো ফরচুন বরিশাল। শনিবার (২০জানুয়ারি) টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে বরিশাল ৫ উইকেটে হারিয়েছে সাকিব আল হাসানের রংপুর রাইডার্সকে। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৩৪ রান করে রংপুর। জবাবে ৫ বল বাকী থাকতে জয় তুলে নেয় বরিশাল।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে রংপুরকে ব্যাটিংয়ে পাঠায় বরিশাল। ইনিংসের প্রথম বলেই রংপুরের ওপেনার ওয়েস্ট ইন্ডিজের ব্রান্ডন কিংকে বোন্ড করেন বরিশালের পাকিস্তানি পেসার মোহাম্মদ ইমরান। দ্বিতীয় ওভারে রংপুর শিবিরে জোড়া আঘাত হানেন খালেদ। ওপেনার রনি তালুকদারকে ৫ ও সাকিব আল হাসানকে ২ রানে বিদায় দেন খালেদ। এতে ১৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর।

পঞ্চম ওভারে রংপুরের চাপ আরো বাড়ান শ্রীলংকার স্পিনার দুনিথ ওয়েলালাগে। আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাইকে ৬ রানে শিকার করেন ওয়েলালাগে। পাওয়ার প্লেতে ৪ উইকেট পতনের পর জুটি গড়ে ৩০ বলে ৩৪ রান তুলেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান ও শামিম হোসেন। ২ টি ছক্কা ২৩ বলে ২৩ রান করা নুরুলকে ফেরান পাকিস্তানের স্পিনার শোয়েব মালিক।

দলীয় ১ শ রানের আগেই রংপুরের ষষ্ঠ ও সপ্তম উইকেটের পতন ঘটান স্পিনার মেহেদি হাসান মিরাজ। ১টি করে চার- ছক্কায় ৩৩ বলে ৩৪ রান করা শামিমকে এবং আফগানিস্তানের মোহাম্মদ নবিকে ১০ রানে শিকার করেন মিরাজ। শেষ দিকে মাহেদি হাসানের ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ৯ উইকেটে ১৩৪রানের লড়াকু সংগ্রহ পায় রংপুর। ১৯ বলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারিতে ২৯ রান করেন মাহেদি। বরিশালের খালেদ ৪ টি ও মিরাজ ১৩ রানে ২ উইকেট নেন।

জবাবে বরিশালকে ২৬ বলে ৩২ রানের সূচনা এনে দেন দুই ওপেনার তামিম ইকবাল ও আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। পঞ্চম ওভারে প্রথম আক্রমনে এসে জাদরানকে ১২ রানে থামিয়ে রংপুরকে প্রথম সাফল্য এনে দেন সাকিব। দ্বিতীয় উইকেটে মিরাজকে নিয়ে বরিশালের রানের চাকা সচল করেন তামিম। অষ্ঠম ওভারে তামিমকে শিকার করে ২১ বলে ৩৪ রানের জুটি ভাঙ্গে নবি। ৫ টি চার ও ১ টি ছক্কায় ২৪ বলে ৩৫ রান করেন তামিম।

চার নম্বরে সৌম্য সরকার ১ রানে আউট হলে চতুর্থ উইকেটে মিরাজের সঙ্গে ২৭ এবং পঞ্চম উইকেটে মালিকের সাথে ১৯ রান যোগ করে বরিশাল কে জয়ের পথে রাখেন মুশফিক। মিরাজকে ২০ রানে বাঁ- হাতি স্পিনার হাসান মুরাদ এবং মুশফিককে ২৬ রানে আউট করেন সাকিব।

মুশফিক আউট হওয়ার সময় ২০ বলে ২২ রান দরকার ছিলো বরিশালের। ষষ্ঠ উইকেটে ১৫ বলে ২৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন মালিক ও মাহমুদউল্লাহ রিয়াদ। মালিক ১৭ ও মাহমুদউল্লাহ ২ টি ছক্কায় ১১ বলে ১৯ রানে অপরাজিত থাকেন। রংপুরের সাকিব ১৬ রানে ২ উইকেট নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST