উপজেলা প্রতিনিধি, দূর্গাপুর,নেএকোনা।
নেত্রকোনার বাজারগুলোতে সয়াবিন তেলের সরবরাহ প্লাস্টিক ড্রামে খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধে অভিযান পরিচালনা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (কার্যক্রম ও গবেষণাগার) ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন। রবিবার বিকেলে জেলা শহরের মেছুয়া বাজারের মুদি দোকানগুলো ঘুরে দেখেন তিনি।
অভিযানে স্থানীয় পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন সহ ব্যবসায়িক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ ও বিক্রয়ের ব্যাপারে খোঁজখবর নেন তিনি।
বাজার পর্যায়ে খুচরা বিক্রেতাদের তথ্যের ভিত্তিতে শহরের তিনটি ডিলারের গোডাউন ঘুরে দেখেন তারা।
এরমধ্যে প্রিয়া এন্টারপ্রাইজ সহ দুইটি প্রতিষ্ঠানের গোডাউনে প্লাস্টিক ড্রামে বিপুল পরিমাণ খোলা সয়াবিন তেল মজুর অবস্থায় পায় ভোক্তা অধিদপ্তর।
প্রাথমিকভাবে ব্যবসায়ীদের সতর্কতা করা হয় এবং কেমিক্যালের ড্রামে সয়াবিন তেল বিক্রয় বন্ধে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
অভিযান চলাকালে ভোক্তার সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস, নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক শামীমা ইয়াসমীন, ভোক্তার নেত্রকোনার সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম, গেইনের প্রতিনিধি আশেক মাহফুজ, চেম্বার অব কমার্সের পরিচালক দিদারুল আলম দিদার, সদর সার্কেল সজল কান্তি সরকার, ওসি কাজী শাহনেওয়াজসহ ভোক্তার উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।