ঢাকাThursday , 30 November 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

রাজপথে আবারো বিএনপি অবরোধের ডাক দিলো

দেশ চ্যানেল
November 30, 2023 1:01 pm
Link Copied!

মোঃ রইস উদ্দিন রিপন স্টাফ রিপোর্টার :

গুঞ্জন শোনা গিয়েছিলো,আজ বৃহস্পতিবার হতে অবরোধের অবসান ঘটতে পারে।কিন্তু,এর বিপরীতে বিএনপি দল
সরকারের পদত্যাগ ও তফসিল বাতিলসহ বেশ কিছু দাবিতে ৮ম দফা শেষে আগামী রবিবার(৩ রা ডিসেম্বর)থেকে ৯বম দফা অবরোধের ডাক দিয়েছে।রবিবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত(৩রা ডিসেম্বর-৪ঠা ডিসেম্বর)অবরোধ কর্মসূচি পালন করবে দলটি।বৃহস্পতিবার (৩০ শে নভেম্বর)বিকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অবরোধের ডাক দেন।তিনি বলেন-সরকার পদত্যাগের ১ দফা,তফসিল বাতিল ও খালেদা জিয়াসহ গ্রেপ্তার সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে সড়ক,নৌ ও রেলপথে এই অবরোধ কর্মসূচি পালন করা হবে।সব সমমনা দল ও জোটের নেতাকর্মীরা এই কর্মসূচী সফল করবেন।রুহুল কবির রিজভী বলেন-বিএনপির আন্দোলন বিজয়ের পথে গড়াচ্ছে।বিজয় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।বর্তমান সময়ে,সারাদেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর আওয়ামী লীগ,ছাত্রলীগ ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মামলা-হামলা ও নির্যাতন অব্যাহত রেখেছে বলেও অভিযোগ করেন তিনি।গত ২৮ অক্টোবর মহাসমাবেশকে ঘিরে নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সরকারের পদত্যাগের দাবিতে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি।এরপর থেকে মঙ্গলবার,শুক্রবার ও শনিবার ব্যতীত দফায় দফায় হরতাল-অবরোধ কর্মসূচি করে যাচ্ছে বিএনপি।ফায়ার সার্ভিসের সূএ মতে-গত ২৮ অক্টোবর-২৮ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত সারাদেশে সর্বমোট ২২৩ টি অগ্নিসংযোগের ঘটনা হয়েছ।এরমধ্যে ১৩২টি বাসে,৩৫টি ট্রাকে,১৬টি কাভার্ডভ্যানে, ৮টি মোটরসাইকেলে,২ টি প্রাইভেটকারে,৩টি মাইক্রোবাস,৩ টি পিকআপ,৩ টি সিএনজি,৩ টি ট্রেন ও ৩ টি লেগুনায় এবং ১টি ফায়ার সার্ভিসের গাড়ি,১ টি পুলিশের গাড়ি,১ টি নছিমন ও ১টি অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।এ ছাড়া একই সময়ে ১১টি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা হয়েছে।এছাড়া বিভিন্ন অফিস আদালত সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST