পুঠিয়া উপজেলা প্রতিনিধি রাজশাহী
রাজশাহী জেলার পুঠিয়া উপজেলাতে বিদ্যুত ছিলোন প্রায় ৩৮ ঘন্টা গত ২৭/৫/২০২৪ সোমবার ঘূর্ণিঝড় রিমল এর প্রভাবে রাজশাহীতে বয়ে যাওয়া গুড়ি গুড়ি বৃষ্টি ও দমকা হাওয়ার কারনে বিদ্যুৎ যায় আনুমানিক সকল ৬টার দিকে পরবর্তীতে আর বিদ্যুৎ এর দেখা মেলেনি পুঠিয়াতে
বিদ্যুৎ না থাকায় বন্ধ হয়ে পরে স্মার্ট ফোন, ও সমস্যা দেখা দেয় মোবাইল নেটওয়ার্ক এর।
স্মার্ট ফোন ব্যবহারকারীর সাথে কথা বললে তারা বলে।
আমি জানতাম না জে কাল কারেন্ট থাকবেনা তাই প্রতিদিন এর মতোই ফোন টিপা টিপি করে ঘুমায় গেছিলাম সকালে চার্জে দিবো ভেবে সকালে উঠে দেখি কারেন্ট নেই।
আর এক জন ব্যক্তি জানায় আমি প্রতিদিন রাতে ফোন টিপা টিপি করে চার্জে দিয়ে ঘুমাই সকালে উঠে দেখি ব্যাটারিতে চাজ ফুল।
আর ঘুম থেকে উঠে বাহিরেও বের হতে পারিনি বৃষ্টির কারণে বসে বসে ভিডিও দেখছিলাম ভাবছিলাম কারেন্ট চলে আাসবে।
এক পর্যায় চার্জ শেষ তাও কারেন্টের দেখা পাইনি।
তিনি আরো বলেন পুঠিয়া উপজেলাতে না হলেও ৬৫% স্মার্ট ফোন, বন্ধ হয়ে পরে থাকবে ২৭/৫/২০২৪ সোমবার সন্ধার পর থেকে। কারন সবার বাড়িতে সোলার প্যানেল,, বা আ পি এস নাই।
সোমবার সন্ধার পর পল্লি বিদ্যুৎ আফিসে যোগাযোগ করলে বলেন জদি আজকে সম্ভব হয় তাহলে রাতেই দেওয়া হবে আর সম্ভব না হলে কালকে দেওয়া হবে আরো বলেন আজকে রাতে বিদ্যুৎ সাপ্লাই না দেওয়ারি সম্ভবনা বেশি আনুমানিক বিদ্যুৎ যাওয়ার ৩৮ থেকে ৪২ ঘন্টা পর বিদ্যুৎ এর দেখা মেলে পুঠিয়াতে