মোঃ সিহাবুল আলম সম্রাট বিভাগীয় ব্যুরোচিফ রাজশাহী
রাজশাহী মহানগরীর বায়া বাজারে আজ সকালে কর্তব্যরত সার্জেন্ট ফিরোজ হোসেনের সিগন্যাল অমান্য করে ও গুরুতর আঘাত করে পালিয়ে যাওয়ার পর এয়ারপোর্ট থানা পুলিশ ভূগরইল এলাকা থেকে মোটরসাইকেল সহ আসামি রেজাউল হোসেন তারেককে গ্রেফতার করেছে।
আহত পুলিশ সদস্য মো: ফিরোজ, তিনি রাজশাহী মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট হিসেবে কর্মরত আছেন।
কর্তব্যরত এক পুলিশ বলেন, সকালে পবার বায়া বাজারে পুলিশ সার্জেন্ট ফিরোজ চেক পোস্ট বসিয়ে পেশাগত দায়িত্ব পালন করছিলেন। পেশাগত দায়িত্ব পালনের সময় এক বাইকার তাকে আঘাত করে পালিয়ে যায়। বাইকের আঘাতে পুলিশ সার্জেন্ট হাতে ও পায়ে গুরুতর জখম হয়েছে। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
পালিয়ে যাওয়া বাইকারকে গ্রেপ্তার করার জন্য তাৎক্ষণিক কন্ট্রোল রুমে জানানো হয়। কন্ট্রোল রুম থেকে গ্রেপ্তারের জন্যে নগরীর সমস্ত পয়েন্টে জানানো হয়।
এয়ারপোর্ট থানা পুলিশ ভূগরইল এলাকা থেকে মোটরসাইকেল সহ আসামি রেজাউল হোসেন তারেককে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত আসামীর যথাযথ আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।