সিহাবুল আলম সম্রাট
বিভাগীয় ব্যুরোচিফ রাজশাহী
বুধবার (১৫ নভেম্বর) রাজশাহী জেলা আওয়ামী লীগের উদ্যোগে সন্ধায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষণার পর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারার নেতৃত্বে আলোচনা সভা ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়।
রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা-এর নির্দেশনায় পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আলীউজ্জামান মন্টু ও সাধারণ সম্পাদক আবুল কালামের সভাপতিত্বে বানেশ্বর বাজারে আনান্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা। আনান্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জাকিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ্যডভোকেট আদ্বুস সামাদ, সদস্য অধ্যক্ষ গোলাম ফারুক ও সদস্য রবিউল ইসলাম রবি, জেলা স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সদস্য আনারুল হক পিন্টু, পুঠিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল, ভালুকগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুম পারভেজ, বেলপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, বানেশ্বর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ,৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলাম তাজেল, সাধারণ সম্পাদক মাফিজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মানজুর, ১নং ওয়ার্ড আওয়ামি লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার, ইউনিয়ন যুবলীগের সভাপতি মনজুর রহমান, সাধারণ সম্পাদক রাজিবুল হক রাজিব সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সভা শেষে তফসিল ঘোষনাকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের শান্তি মিছিল বের হয়। বানেশ্বর বাজারের রাজশাহী-ঢাকা প্রধান গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বানেশ্বর ট্রাফিক মোড়ে সমাপ্ত হয়। রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা বক্তব্য প্রদান করেন বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরেন, সংবিধান অনুযায়ী নির্বাচন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জানুয়ারির ৭ তারিখ এতে করে সাধারন মানুষের সাংবিধানিক অধিকার আদায় হয়েছে।