ঢাকাWednesday , 14 May 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী পুঠিয়া হতে শীর্ষ সন্ত্রাসী সাব্বির গ্রেফতার।

দেশ চ্যানেল
May 14, 2025 10:02 am
Link Copied!

মুন্না ইসলাম আগুন স্টাফ রিপোর্টার রাজশাহী:

রাজশাহীর পুঠিয়া থেকে ১২ টি মামলার আসামি দীর্ঘদিন থেকে পলাতক শীর্ষ সন্ত্রাসী ছিনতাই-চাঁদাবাজ
চক্রের মূল হোতা সাব্বির‘কে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

গতোকাল ১৩ মে ২০২৫ তারিখ বিকাল-১৭.৪০ ঘটিকায় রাজশাহী জেলার পুঠিয়া থাানধীন কাঠালবাড়িয়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে ১২ টি মামলায় দীর্ঘদিন ধরে পলাতক আসামী শীর্ষ সন্ত্রাসী ও ছিনতাই-চাঁদাবাজ দলের নেতা মোঃ সাব্বির (২৭), পিতা-মোঃ সবুর মিয়া, সাং-কাঠালবাড়িয়া, থানা-পুঠিয়া, জেলা-রাজশাহী‘কে গ্রেফতার করে। ঘটনা সূত্রে জানা যায়, ধৃত আসামী মোঃ সাব্বির একজন এলাকার চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, মাদক, চুরি, ছিনতাই, চাদাবাজি সহ বিভিন্ন ধারায় সর্বমোট ১২ টি মামলা রয়েছে। বিভিন্ন সময়ে কৌশলে গাড়ী-মোটরসাইকেল চোরাকারবারি
চক্রের মূল হোতা হিসেবে তার পরিচিতি আছে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
চাঞ্চল্যকর এসকল ঘটনার শীর্ষ সন্ত্রাসী ও ছিনতাই-চাদাবাজ চক্রের নেতা দীর্ঘদিন থেকে গা ঢাকা দিয়ে নিজেকে আত্মগোপনে রাখেন। উক্ত আসামীকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, সিপিএসসি, রাজশাহীর একটি আভিযানিক দল তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে স্থানীয় এই শীর্ষ সন্ত্রাসী আসামী মোঃ সাব্বির (২৭)’কে অদ্য ১৩ মে ২০২৫ তারিখ আনুমানিক ১৭.৪০ ঘটিকার সময় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন কাঠালবাড়িয়া নামক এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।
উক্ত আসামীকে রাজশাহী জেলার পুঠিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST