রাজাপুরে কমিউনিটি ক্লিনিকে ঝুলছে তালা, বন্ধ দেখে ফিরে যাচ্ছে রোগী, সেবা বঞ্চিত হচ্ছে মানুষ

Spread the love

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের আদাখোলা কমিউনিটি ক্লিনিক সঠিক নিয়মে খোলা রাখা হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে রোববার দুপুর ১১ টা ৪৩ মিনিটে কমিউনিটি ক্লিনিক বন্ধ পাওয়া যায়। প্রায় আধা ঘণ্টা অপেক্ষা করেও কাউকে না পাওয়া যায়নি। উত্তোলন করা হয়নি জাতীয় পতাকাও।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে শোকজ করে নেয়ার আশ্বাস দেয়া হয়েছে। কমিউনিটি ক্লিনিকের দায়িত্বে সিএসসিপি মঞ্জুর আলমকে ফোন করলেও তা রিসিভ করা হয়নি। এভাবে বন্ধ থাকায় একের পর এক রোগী ফিরে গেলে চিকিৎসা সেবা না নিয়ে। ফলে ওই এলাকার মানুষ কমিউনিটি ক্লিনিক থেকে স্বস্থ্য সেবা বঞ্চিত হচ্ছেন। এতে স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

নাম প্রকাশে অনিচ্ছিক স্থানীয় কয়েক ব্যক্তি অভিযোগ করে জানান, কমিউনিটি ক্লিনিকের দায়িত্বে সিএসসিপি মঞ্জুর আলম ও আবুল কালাম স্থানীয় হওয়ায় তাদের খেয়ালখুশি মত আসেন এবং খুলেন। স্থানীয় হওয়ায় তারা কোন নিয়মনীতির তোয়াক্কা না করে প্রায়ই কমিউনিটি ক্লিনিক বন্ধ রাখেন। এছাড়া সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সাথেও অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে কমিউনিটি ক্লিনিকের দায়িত্বে সিএসসিপি মঞ্জুর আলম ও আবুল কালাম অভিযোগ অস্বীকার করে জানান, ব্যক্তিগত কাজে স্থানীয় একটি স্কুলে সভায় ছিলেন এজন্য আধা ঘন্টারমত কমিউনিটি ক্লিনিক বন্ধ ছিল। সঠিক নিয়মমতই কমিউনিটি ক্লিনিক খোলা রাখা হয় এবং রোগীদের সেবা দেয়া হয় বলে দাবি করেন তারা।

এ বিষয়ে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত টিএইচও জাবের আল ছাইত জানান, অফিস টাইমে কমিউনিটি ক্লিনিক বন্ধ থাকার বিষয়টি জেনেছেন। এ বিষয়ে তাদের শোকজ করা হবে এবং পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *