মোকছেদুল ইসলাম
সরকারি ভাবে নির্দেশনা দিয়েছেন কেউ অবৈধ ভাবে চাল, ধান মজুদ রাখতে পারবেনা।
রানীনগর উপজেলা পারইল ইউনিয়নের দীনেশ চন্দ্র তিনি একজন চাল ব্যবসায়ী। সরকারি ঘোষণা অবমাননা করে তার নিজ বাড়িতে অবৈধভাবে চাল সংরক্ষণ করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসাম তার চৌকস টিম নিয়ে , দীনেশ চন্দ্রের বাড়িতে যান, অবৈধ চালের কথা জিজ্ঞাসা করলে দীনেশচন্দ্র অবৈধ চালের কথা অস্বীকার করেন, তার বাড়ির গোডাউন তল্লাশি করে ৩৫০ বস্তা অবৈধ চালের বস্তা পাওয়া যায়।
এই মর্মে সরকারি নির্দেশনা অনুযায়ী অবৈধ চাল সংরক্ষণ করে রাখার জন্য দীনেশচন্দ্রকে ১৫০০০ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার।
এবং তার কাছ থেকে অঙ্গীকার করে নেন তিনি যেন আর অবৈধভাবে চাল সংরক্ষণ না করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম বলেন, পরবর্তী সরকারি নির্দেশ না পাওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহিত থাকবে।