রামগড়, খাগড়াছড়ি প্রতিনিধিঃ-
খাগড়াছড়ি জেলাধীন রামগড় উপজেলায় ১০০পিস ইয়াবা ও মাদক বহনে ব্যবহৃত সুজুকি আর জি এস জি ১৫০ মোটরসাইকেল সহ এক মাদক চোরাচালানকারীকে গ্রেফতার করেছে রামগড় থানা পুলিশ।
খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার,র নির্দেশনায় মাদক চোরাকারবারী সহ বিভিন্ন ধরনের অপরাধ নির্মূল এবং আসন্ন অনুষ্ঠিত ঈদ, সাংগ্রাই, বৈসু উৎসবকে কেন্দ্র করে জেলার অপতৎপরতাকারীদের পরিকল্পনান্স্যাহ করতে জেলা পুলিশ সুপার মুক্ত রানী ধর পিপিএম (বার) এর সুদৃঢ় বিচক্ষনে দিক নির্দেশনায় সুকৌশলে প্রতিনিয়ত এই সব অপরাধ কার্যকলাপে সাথে জড়িতদের আইনের আওতায় আনার সক্ষম হচ্ছে।তাই খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশ সুপার মুক্ত রানী ধর পিপিএম (বার) নির্দেশনায় উপজেলায় পুলিশের অভিযান পরিচালনা ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধি নজর ধারী জোরদার রেখেছে।তাই এ-র ধারাবাহিকতায় অত্র জেলার অপরাধ দমনে কিছু পুলিশ সদস্য কাজ করচ্ছে। জেলার এসব চলমান কার্যকলাপ নির্মূলে চৌকসের বিশেষ অভিযান পরিচালনাকালীন সময়ে গোপন তথ্যের ভিত্তি অদ্য ০২/০৩/২০২৪ খ্রীঃ গভীর রাতে রামগড় থানাধীন,রামগড় পৌর সভার ০৮নং ওয়ার্ডস্থ সদুকার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সোনাইপুল হতে খাগড়াবিল গামী পাকা রাস্তার উপর হইতে মাদক দ্রব্য বহনে ব্যবহৃত ১টি SUZUKI RGSG 150 মোটরসাইকেল ও ১০০পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ি মোঃআব্দুল আজিজ প্রকাশ শাকিল(২২)কে গ্রেফতার করেছে রামগড় থানা পুলিশ।
গ্রেফতারকৃত মোঃ আব্দুল আজিজ প্রকাশ শাকিল (২২), র পিতা:- মোঃ শিপন ফকির মাতা :- ফেরদৌস আক্তার লাকী, চট্টগ্রাম জেলা, ভুজপুর থানার,০১নং বাগান বাজার ইউনিয়ন, ০১নং ওয়ার্ডের,পুরান রামগড় এলাকার বাসিন্দা।
রামগড় থানার অফিস ইনচার্জ( ওসি) দেব প্রিয় দাস জানা উপজেলার বিভিন্ন ধরনের কার্যক্রম দমনের প্রতিনিয়ত বাংলাদেশ পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করচ্ছে। তাই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আওতায় বিবিধ মোতাবেক গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।