যোগেশ ত্রিপুরা( রামগড় প্রতিনিধি)
খাগড়াছড়ি পার্বত্য জেলা রামগড় উপজেলাধীন
রামগড় থানার পুলিশ এ্যাম্বুলেন্স গাড়িকে তল্লাশি করে দেশিও ১২৫লিটার চোলাই মদসহ ২জনকে আটক করে।
৭নভেম্বর মঙ্গলবার রাত ১১:০০টায় রাত্রিকালীন খাগড়াছড়ি টু ফেনীগামী একটি এ্যাম্বুলেন্সকে অভিযান চালায় রামগড় থানার পুলিশ। এই অভিযানে ১২৫লিটার দেশিও চোলাই মদ সহ মোঃ ইমন হোসেন হৃদয়( ২১) এবং ফরিদুল ইসলাম মেহেদী (২৫) নামে ২যুবকে আটক করেছে রামগড় থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় যে -খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার পিপিএম( বার) মুক্তা রাণী ধর মহোদয়ের দিক নিদের্শনায়, রামগড় অতিরিক্ত পুলিশ সুপার মো: নাজিম উদ্দীন ও রামগড় থানার ইনচার্জ (তদন্ত) মো:মিজানুর রহমান মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে চলমান মাদক, চোরাচালান, জুয়া, বিরোধী বিশেষ অভিযানে রামগড় থানার কর্মরত এসআই( নি :)মোহাম্মদ জাফর আলম ও এএসআই (নি:)মোহাম্মদ খলিলুর রহমানের ফোর্সের সদস্যসহ – রামগড় থানা এলাকায় নিয়মিত রাত্রিকালীন অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করার সময় খাগড়াছড়ি টু ফেনীগামী একটি এ্যাম্বুলেন্স গাড়িকে তল্লাশি করলে, রোগী বহনকৃত গাড়ি ভিতর থেকে ড্রাম ও সেলাইন বক্সের ভরা মোট ১২৫লিটার দেশিও চোলাই মদসহ মোঃ ইমন হোসেন হৃদয়( ২১) এবং ফরিদুল ইসলাম মেহেদী (২৫) নামে ২যুবকে আটক করেছে রামগড় থানার পুলিশ সদস্যরা। মো:ইমন হোসেন হৃদয়( ২১)পিতা:- মো:বেলাল হোসেন মাতা :শামশু নাহা,গ্রাম :-মোল্লাপাড়া, ০৬নং ওয়ার্ড,খাগড়াছড়ি পৌরসভা, খাগড়াছড়ি পার্বত্য জেলা, এবং ফরিদুল ইসলাম মেহেদী (২৫) পিতা মো:হুমায়ুন কবির মাতা ফাতেমা বেগম গ্রাম :-শালবন আটার পরিবার ০৬নং ওয়ার্ড,খাগড়াছড়ি পৌরসভা, খাগড়াছড়ি পার্বত্য জেলার বাসিন্দা।আসামিদের বিরুদ্ধে রামগড় থানায় -৩৩৫ নং জিডি করা হয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করা হয়।চোরাকারবারি/আসামিদেরকে আইনের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করার হয়েছে।