যোগেশ ত্রিপুরা( রামগড় প্রতিনিধি)
এবারের প্রতিপাদ্য বিষয় হলো :-নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ,।
আজ ২৯ অক্টোবর রবিবার সকাল১০ঘটিকায় রামগড় উপজেলা শিল্প কলা একাডেমি হলরুমে এই প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়।সরকার এই দেশে উন্নয়ন, বেকারত্ব সমস্যা নিরসনের,সামাজিক মাথাপিছুআয় বাড়ানোর জন্য বিভিন্ন সরকারি -বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ ও কর্মশালা পরিচালনা করছে। তাই রামগড়ে ও অনুষ্ঠিত হচ্ছে কাপ জাতীয় মিশ্র মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ ও কর্মশালা।
পার্বত্য চট্টগ্রাম,খাগড়াছড়ি জেলা, রামগড় উপজেলার অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৩/২৪অর্থ বছরে মিশ্র মাছ চাষ বিষয়ক তিন দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন। কর্মশালায়
সভাপতিত্ব করেন রামগড় উপজেলা মৎস্য অফিসার জনাব মো:মনোয়ার হোসেন ও সহকারী রাংচাইপ্রু মারমা।প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত এবং প্রশিক্ষণ ও কর্মশালা উদ্বোধন করেন রামগড় উপজেলা সহকারী কমিশন (ভূমি) অফিসার জনাব মানস চন্দ্র দাস। অতিথি উদ্বোধনে বক্তব্য করেন -যে পার্বত্য চট্টগ্রাম
অঞ্চলে জলাশয়ের অভাব,তাই এই অঞ্চলে পতিত জমিতে ক্রিক বাঁধ দিয়ে জলাশয় তৈরি করে মাছ চাষের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের মানুষ বেকারত্ব হ্রাস ও মাথাপিছুআয় বাড়ানো সম্ভব বলে মনে করেন। তিনি আরো উল্লেখ করেন পার্বত্য চট্টগ্রামের তিন জেলার২৬টি উপজেলায় মৎস্য বিভাগ কাজ করছে।তাই তিনি প্রশিক্ষণার্থী সকলকে মনোযোগ দিয়ে কর্মশালা থেকে জ্ঞান অর্জন করে মৎস্য চাষের উদ্যোগ গ্রহণ করার পরামর্শ দেন।

