যোগেশ ত্রিপুরা( রামগড় প্রতিনিধি) :-
৭নভেম্বর মঙ্গলবার ভোরবেলায় খাগড়াছড়ি জেলাধীন রামগড় উপজেলার, রামগড় পৌরসভার রামগড় বিওপি এলাকায় আনন্দ পাড়া নামক স্থানে বিপুল পরিমাণে ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বাংলাদেশ ৪৩ ব্যাটালিয়ন বিজিবি। রামগড় সদর দপ্তর বাংলাদেশ ৪৩ব্যাটালিয়ন বিজিবির আওতায়,রামগড় বিওপি এলাকায় কর্মরত নায়েব সুবেদার মোঃ খায়রুল আলম এর নেতৃত্বে ৬ সদস্যের একটি তহল দল ভারতীয় নেশা পন্য ফেনসিডিল জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায় যে -গোপন তথ্যের ভিত্তিতে জানতে পেয়ে আনন্দ পাড়া নামক স্থানে অভিযান চালায় সীমান্ত রক্ষাকারী বাংলাদেশ ৪৩ ব্যাটালিয়ন বিজিবি।
অভিযানের বিষয়টি বুঝতে পেয়ে অবৈধ মালামাল গুলো ফেলে পালিয়ে যায় চোরাচালানকারীরা। এরপর আনন্দ পাড়া নামক ও-ই এলাকাটি তল্লাশি করে ভারতীয় ৯৭টি বোতল ফেনসিডিল জব্দ করেন বিজিবি সদস্যরা।উদ্ধারকৃত ফেনসিডিল বর্তমানে বাজার মূল্য প্রায় ৫০,০০০/-(পঞ্চাশ হাজার )টাকা। জব্দকৃত মালামাল
ধ্বংসের জন্য বাংলাদেশ ৪৩ ব্যাটালিয় বিজিবি রামগড় জোন সদর দপ্তরে পাঠানো হয়েছে।
রামগড় উপজেলা জোন সদর দপ্তরের ৪৩ ব্যাটালিয় বিজিবি,র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক সাইমুম জানান যে- বাংলাদেশ সীমান্তে কোন ধরনের অবৈধ কার্যকলাপের জন্য কাউকে ছাড় দেওয়া হবে না বিজিবি,র পক্ষ থেকে। তাই সীমান্ত সুরক্ষায় যে কোন ধরনের কর্মকাণ্ড মোকাবেলা করতে প্রস্তুত আছে বাংলাদেশ ৪৩ ব্যাটালিয়ন বিজিবি।