হারুন শেখ রামপাল প্রতিনিধি
রামপালে রাস্তায় আগুন দেয়ার সময় নাজমুল আহসান (৪১) নামের এক যুবককে আটক করেছে রামপাল থানা পুলিশ।
মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে খুলনা মোংলা মহাসড়কের ভাগা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে।
আটক নাজমুল আহসানকে মঙ্গলবার বেলা ১১টায় বাগেরহাটের আদালতে পাঠানো হয়েছে। সে উপজেলার গিলাতলা গ্রামের গাজী আ. হাকিমের ছেলে।
রামপাল থানার ওসি এসএম আশরাফুল আলম আসামী আটক ও বাগেরহাটের আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।