হারুন শেখ রামপাল প্রতিনিধি।
রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে মো. রাজু শেখ (২২) নামের এক মাদক কারবারিকে গাঁজাসহ আটক করেছে। আটককৃতের বিরুদ্ধে রামপাল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। আটক রাজুকে শুক্রবার (২৭ অক্টোবর) বেলা ১১ টায় বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় উপজেলার তাপবিদ্যুৎ কেন্দ্রের সিমপ্লেক্স গেটের সামনে এসআই দিনেশ ঘোষ অভিযান পরিচালনা করেন। ওই সময় গাঁজা বিক্রি কালে রাজুকে ৪৬ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেন। এ বিষটি রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম নিশ্চিত করেছেন। #