হারুন শেখ রামপাল প্রতিনিধি।
রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে মারুফ মোল্ল্যা (২৫) নামের এক মাদক কারবারি কে দেশীয় মদসহ আটক করেছে। এ ঘটনায় রামপাল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। আটক মারুফ মোল্ল্যা কে বুধবার (০২ নভেম্বর) বেলা ১১ টায় বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আটক মারুফ মোল্ল্যা নড়াইল জেলার কালিয়া উপজেলার মির্জাপুর গ্রামের হেমায়েত উদ্দিন মোল্ল্যার ছেলে। রামপাল থানার এসআই সুবীর কুমার রায় মঙ্গলবার (০১ নভেম্বর) রাত সাড়ে ১০ টায় উপজেলার সাপমারি কাটাখালি সাকিনাস্থ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২ নং গেটের পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে এক বোতল দেশীয় তৈরি মদসহ তাকে আটক করেন। এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ এস, এম আশরাফুল আলম দেশীয় মদসহ আসামি আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক নির্মূলে অভিযান আরও জোরদার করা হয়েছে। এ জন্য জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। মাদক কারবারিদের কোন ছাড় নয়, মাদকের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে।