হারুন শেখ রামপাল প্রতিনিধি।।
রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেনের জানাযার নামাজ সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার পেড়িখালীস্থ বাড়িতে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে আত্মীয় স্বজনসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের জানাযার নামাজে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের বিপুলসংখ্যক নেতাকর্মীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মুরাদ হোসেন দীর্ঘ দিন ধরে মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, তার আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামসহ উপজেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দ।