রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র ত্রুটি কাটিয়ে আবারো বিদ্যুৎ উৎপাদন শুরু।

Spread the love

হারুন শেখ রামপাল (সংবাদদাতা) বাগেরহাট।

যান্ত্রিক ত্রুটির কারণে তিনদিন বন্ধ থাকার পর আবারও উৎপাদনে গেছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৮টা দিকে পুনরায় উৎপাদন শুরু হয় কেন্দ্রটিতে।

বর্তমানে কেন্দ্রটি থেকে জাতীয় গ্রিডে ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এর আগে গত ১৪ সেপ্টম্বর যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে যায় কেন্দ্রটির।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এ তথ্য নিষিদ্ধ করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুৎ কেন্দ্রের এক কর্মকর্তা জানান, বিদ্যুৎকেন্দ্রটির ছাই নির্গমন প্রক্রিয়ার ত্রুটির গত ১৪ সেপ্টম্বর বৃহস্পতিবার থেকে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যায়।

এর আগে, টারবাইন (বিদ্যুৎ শক্তি উৎপাদনের ঘূর্ণায়মান যন্ত্র) ত্রুটির কারণে গত ১৬ জুলাই বন্ধ হয়ে যায় রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র। টারবাইন মেরামত শেষে ২০ জুলাই দুপুর থেকে উৎপাদন শুরু হয়।

উল্লেখ্য, উৎপাদন শুরুর পর প্রথম ১৪ জানুয়ারি, এরপর ১৫ এপ্রিল, ২৩ এপ্রিল, ৩০ জুন, ১৬ জুলাই, ৩০ জুলাই ও ১৪সেপ্টেম্বর বন্ধ হয় এ বিদ্যুৎকেন্দ্রটি।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *