পাবনা জেলা প্রতিনিধি :
একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বোতলের প্রভাব দূষণ ও স্বাস্ব্যঝুঁকি এই প্রতিপাদ্যে রিভারাইন পিপল পাবনা জেলা শাখা এক গণসচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা অতিরিক্ত ম্যাজিস্টেট মো. মনিরুজ্জমান। তিনি বলেন, অভ্যন্তরীণ ও বৈশিক বাস্তবতায় প্লাস্টিক সামগ্রী আমাদের জীবনের সাথে জড়িয়ে গেছে। প্লাস্টিকের ব্যবহার, কী পরিমাণ ব্যবহার, একটি প্লাস্টিক বোতল কতবার ব্যবহার করা যাবে এবং ব্যবহৃত প্লাস্টিক সামগ্রী কোথায় ফেলতে হবে,এ সকল বিষয়ে জ্ঞানার্জন এবং সচেতনতার বিকল্প নেই। প্লাস্টিকের কারণে আমাদের শুধুমাত্র পরিবেশ দূষণই ঘটছে না, ভবিষ্যৎ প্রজন্মও স্বাস্ব্যঝুঁকিতে পতিত হচ্ছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এই অনুষ্ঠান থেকে প্লাস্টিক সামগ্রীর ব্যবহার সম্বন্ধে যে জ্ঞান অর্জন করলে, তা তোমরা একজন শিক্ষার্থী দশজন শিক্ষার্থীকে জানাবে অর্থাৎ সচেতন করবে, আবার দশজন একশো জনকে এভাবে আমরা এগিয়ে যেতে চাই। আমাদের যতটুকু ক্ষতি হবার হয়ে,গেছে; আর ক্ষতি হতে দেওয়া যাবে না। রিভারাইন পিপল পাবনা দেশের নদ-নদী রক্ষার পাশাপাশি পরিবেশ সংক্রান্ত এরকম একটি জনগুরুত্বপূর্ণ বিষয় বেছে নেওয়ার জন্য জেলা প্রশসনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।বেলা ১১ টায় মঙ্গলবার পাবনা আদর্শ গার্লস হাই স্কুল মিলনায়তনে রিভারাইন পিপল পাবনার সভাপতি নদী গবেষক ড. মো. মনছুর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম মাহাবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনার সভাপতি এবিএম ফজলুর রহমান ও আদর্শ গার্লস স্কুলের প্রধান শিক্ষক ওহিদুর রহমান। । মুল প্রবন্ধ উপস্থাপণ করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ নাজমুল ইসলাম। ক্ষতিকর প্লাস্টিকের ব্যবহার বন্ধর পক্ষে বক্তব্য দেন আদর্শ গার্লস হাই স্কুল পরিচালনা পরিষদের সাবেক সভাপতি সমাজসেবক এস এম মুস্তাকিম সবুজ , সূচনা সমাজকল্যাণ সংস্থার নির্বাহী প্রধান ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি পূর্ণিমা ইসলাম , এম মনসুর আলী ডিগ্রি কলেজের ভূগোল, পরিবেশ বিভাগের চেয়ারম্যান ড. আল আমিন, কৃষিবিদ জাফর সাদিক, পাবনা সাংবাদিক ফোরামের সভাপতি হাসান আলী, এশিয়ান টিভির স্টাফ,রিপোর্টার শফিক আল কামাল ,পাবনা আদর্শ গার্লস হাই স্কুলের সহকারী শিক্ষক মো. হুমায়ুন কবির এবং কে এম শুকুর আলী, ১০ম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল মাওয়া কলি প্রমুখ। অনুষ্ঠানে দৈনিক আনন্দবাজার পত্রিকার সাাংবাদিক শিশির ইসলাম, সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ, কবি ফিরোজা খান, সাংবাদিক হুমায়ন রাশেদ প্রমুখ। । অনুষ্ঠানে রিভারাই পিপল পাবনার সকল সদস্যবৃন্দ,পাবনার প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, পাবনা আদর্শ গার্লস হাই স্কুলের,তিন শতাধিক শিক্ষার্থী,স্কুলের শিক্ষক-কর্মচারী, অভিভাবক এবং পাবনার নদী ও পরিবেশকর্মীগণ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শৃংঙ্খলার দায়িত্ব পালন করেন স্কুলের গার্লস গাইড ও রোভার স্কাউটবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন ৮ম শ্রেণির শিক্ষার্থী জুঁই খাতুন। অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করেন পাবনা আদর্শ গার্লস হাই স্কুল কর্তৃপক্ষ।