ঢাকাTuesday , 24 December 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে, হাজারো মানুষের ঢল ঝিকরগাছা ইস্টিশনে।

    দেশ চ্যানেল
    December 24, 2024 5:16 pm
    Link Copied!

    মো:সাদ্দাম হোসেন ইকবাল, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি।

    যশোরের ঝিকরগাছায় রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনকে ঘিরে স্টেশন এলাকায় হাজারো মানুষের ঢল নামে।

    মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকাল ৩টায় স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস টুয়েন্টি’র উদ্যোগে ও ঝিকরগাছা প্রেসক্লাবের সহযোগিতায় স্থানীয় রেল স্টেশন চত্তরে এই কর্মসূচী পালিত হয়।

    ‘রূপসী বাংলা’ এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। ‘রূপসী বাংলা’ এক্সপ্রেস ট্রেনে আসন সংখ্যা রয়েছে ৭৬৮টি। এর মধ্যে আছে এসি কেবিন ৪৮টি, এসি চেয়ার ৩২০টি ও শোভন চেয়ার ৪০০টি। প্রথমবারের মতো পদ্মা সেতু হয়ে এই ট্রেনটি যাতায়াত করবে বেনাপোল-ঢাকা রুটে।

    মঙ্গলবার ট্রেনটি বিকাল ৪টা ৩৮ মিনিটে ১২টি বগিতে ৯২৭ জন যাত্রী নিয়ে বেনাপোল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। যা পৌনে ৪ ঘণ্টা সময় নিয়ে ঢাকায় পৌঁছাবে। যার ভাড়া নির্ধারণ করা হয়েছে এসি কেবিন ১০৪১টাকা, এসি চেয়ার ৮৬৯টাকা এবং শোভন চেয়ার ৪৫৫টাকা।

    বেনাপোল রেলস্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেনটি চলাচলের শুভ উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান, উপজেলা ভূমি কর্মকর্তা নুসরাত ইয়াসিন, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া। এ সময় জেলা প্রশাসক যাত্রীদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

    বেনাপোল থেকে ৮২৭/৮২৮ ‘রূপসী বাংলা’ এক্সপ্রেস ঢাকা থেকে সকাল পৌঁনে ১১টায় ছেড়ে দুপুর ২টা ২৫ মিনিটে বেনাপোল পৌঁছাবে। আর বেনাপোল থেকে বিকাল সাড়ে ৩টায় ছেড়ে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকা পৌঁছাবে।

    ট্রেনটি যশোর জংশন, নড়াইল, কাশিয়ানী জংশন ও ভাঙ্গা জংশনে যাত্রা বিরতি থাকলেও যশোরে গুরুত্বপূর্ণ উপজেলা ঝিকরগাছায় যাত্রা বিরতি না দেওয়ায় বিক্ষোভে ফেঁটে পড়ে এই উপজেলার আপামর জনসাধারণ।

    যাত্রা বিরতির দাবিতে গত এক সপ্তাহ ধরে সংবাদ সম্মেলনসহ উপজেলা জুড়ে মাইকিং করে মানববন্ধন কর্মসূচী পালনের ডাক দেই ঝিকরগাছার স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস টুয়েন্টি। তাদের সাথে একাত্মতা প্রকাশ করে, ঝিকরগাছা উপজেলা বিএনপি, ঝিকরগাছা প্রেসক্লাব, উপজেলা ও পৌর যুবদল, বাংলাদেশ মানবাধিকার কল্যান ট্রাষ্ট, উপজেলা পৌর ও কলেজ ছাত্রদল, মোটরসাইকেল গারেজ মালিক সমিতি, মাংস বাজার ব্যবসায়ী সমিতি, মটরপাটস্ ব্যবসায়ী সমিতি, স্ব্ছোসেবী সংগঠন ইউনিটি ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন নাজমুল ইসলাম মেমোরিয়াল ফাউন্ডেশন, আশার আলো সংসদ, মিল মালিক সমিতি, ডিলার মালিক সমিতি, কাচাঁ বাজার সমিতি, হার্ডওয়ার ব্যবসায়ী সমিতি, ঝিকরগাছা উপজেলা কাজী সমিতি, নারী সামাজিক এসাসিয়েশন, মাছবাজার ব্যবসায়ী সমিতি, যশোর ফুল উৎপাদন ও বিপনন সমিতি, ঝিকরগাছা কমিউনিটি, গদখালী ফুলচাষী ও ফুল ব্যবসায়ী সমিতি, যশোর জেলা ট্রাক, ট্রাংলরী (দাহ পদার্থ ব্যতিত) শ্রমিক ইউনিয়ন, সাইকেল ব্যবসায়ী সমিতি, মৎস্য ব্যবসায়ী সমিতি, ষ্টীল ফার্নিচার সমিতি, ঝিকরগাছা ক্রীকেট একাডেমী, স্বর্ণ ব্যবসায়ী সমিতি, হোটেল মালিক সমিতি, ক্রোকারিজ ব্যবসায়ী সমিতি, পোল্ট্রি ফিড ব্যবসায়ী সমিতি, এস কে সুপার মার্কেট দোকান মালিক সমিতি, নিশানা শফিং সিটি, উপজেলা মুক্তযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ অন্তত ৬০টি সংগঠনের ব্যানারে হাজারো মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

    ঝিকরগাছা বাসির দাবির মুখে বেনাপোল-ঢাকা রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি বিকাল ৫টা ৯মিনিটে ঝিকরগাছা রেলওয়ে স্টেশনে ৫মিটির যাত্রা বিরতি দেয়। এসময় ট্রেনে থাকা কর্র্তৃপক্ষের কাছে ঝিকরগাছাবাসীর স্বাক্ষরিত স্বারকলিপি প্রদান করা হয়। তারা আসস্থ করেন ঝিকরগাছায় যাত্রা বিরতির বিষয়টি গুরুত্বসহকারে দেখবেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST