ঢাকাThursday , 18 September 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

রূপগঞ্জে হিজড়াদের চাঁদাবাজির দাপট,গ্রেফতার-১২ ।

দেশ চ্যানেল
September 18, 2025 4:07 am
Link Copied!

মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় প্রবাসফেরত যাত্রীদের হাইওয়েতে গাড়ি আটকে চাঁদাবাজি ও মারধরের অভিযোগে তৃতীয় লিঙ্গের(হিজড়া)১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।গতকাল বুধবার দুপুরে উপজেলার ফজুর বাড়ির মোড় এলাকা হতে তাদের গ্রেফতার করে বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।গ্রেফতারকৃত হিজড়ারা হলেন- উপজেলার আইঘরটেকপাড়া এলাকার কাজলী, মায়ের বাড়ি খালপাড় এলাকার ইমন, কোহেলী এলাকার হিজড়া আলী শাহ,টুনি,সিনহা,মৌ,মীম,চামেলি,নিশি আক্তার,মালা ও নাতাশা।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তরিকুল ইসলাম রাতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।স্থানীয় সূত্র জানাযায়-ছেলেরা তৃতীয় লিঙ্গের(হিজড়া)লোক সেজে এশিয়ান হাইওয়ে, ফজুর বাড়ি মোড় ও কাঞ্চন ব্রিজ এলাকায় চাঁদাবাজি করে আসছিলো। বিশেষ করে এ নামধারী হিজড়াদের প্রধান টার্গেট ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসা প্রবাসীদের গাড়ি।প্রবাসীদের গাড়ি থেকে তারা মোটা অংকের চাঁদা দাবিসহ অসহায় মানুষকে জিম্মি করে টাকা আদায় করতো। তাদের যন্ত্রণায় সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিলো।রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম বলেন-দীর্ঘদিন রূপগঞ্জের শহীদ ফারহান ফাইয়াজ সেতু, কাঞ্চন ব্রিজ ও ফজুর বাড়ি মোড় এলাকায় সাধারণ মানুষকে হয়রানি করে আসছে।এসবের পরও আমরা মানবিক দিক বিবেচনা করে এতদিন পর্যন্ত কোনো পদক্ষেপ নেইনি। ১৫ সেপ্টেম্বর চাঁদা না দেওয়ায় প্রবাসীদের গাড়ি আটকে তাদের মারধর করেন তৃতীয় লিঙ্গের লোকজন।এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেওয়া হয়।এ অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ফজুর বাড়ি মোড় ও কাঞ্চন ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। মামলায় ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।ঐ ঘটনায় জড়িত তৃতীয় লিঙ্গের অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST